তিনটি কবিতা

পারমিতা মুখোপাধ্যায়


বাসা

দিনের শেষে ক্লান্ত পরাভব
শার্টে আঁকা হলুদ ঘামের দাগ,
অন্ধ গলি ছোট্ট দুটো ঘর
কেউ কি আছে অপেক্ষাতে তার?

ঘর

নিজের মধ্যে একা একা থাকা
চারপাশেতে খাড়া দেওয়াল-à¦¸à¦¾à¦°à ¿;
কারোর হেথায় ঢুকতে কিন্তু মানা
বেশ তো আছি পায়ে দিয়ে বেড়ি।

বাড়ি

ছোট্ট একটু জমি, রাঙচিতের বেড়া,
নদীর ধারে বাড়ি, জলের সাথে খেলা,
কদিন বাদে জানি নদীই নেবে তাকে;
তবু আকাশ বাঁধি বাড়ির চিলতে ছাদে।

ফেসবুক মন্তব্য